বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ একে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় বিএনপিতে ফিরে এলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরীত প্রেসে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। তবে ওই নির্দেশনা অমান্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এস এ কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তবে ওই আসনে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি  এম এ হান্নান। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সৈয়দ একে একরামুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

সবশেষে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে মঙ্গলবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি। ফলে দীর্ঘদিন পর তিনি পুনরায় দলের সক্রিয় রাজনীতিতে যুক্ত হলেন।

শেয়ার করুন