বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মানি চেঞ্জারদের বার্ষিক ফি বৃদ্ধি, কার্যকর ১৫ জানুয়ারি

দেশের খুচরা বাজারে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করা মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়নের ফি বাড়ানো হয়েছে। পূর্বে প্রতিষ্ঠানগুলো এই নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা প্রদান করলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি দ্বিগুণ হয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে একটি সার্কুলার জারি করেছে। নতুন নিয়ম আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, লাইসেন্স নবায়ন ফি বাড়ানো হলেও লাইসেন্সের সঙ্গে যুক্ত অন্যান্য শর্ত ও নিয়মাবলী আগের মতোই অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ফি বৃদ্ধির বাইরে কোনো বিধান বা শর্ত পরিবর্তন করা হয়নি।

বিদেশে ভ্রমণকারী, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রা লেনদেনে মানি চেঞ্জারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালনা করে এবং নিয়মিত তদারকি অধীনে থাকে।

শেয়ার করুন