বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন লিটন

বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হয়ে গেল লিটন কুমার দাসের। আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে তিনিই টস করতে নামেন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতির জন্য লিটন টেস্ট ক্রিকেটের এই গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাকে ভবিষ্যত স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবেও ভাবছে বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে লিটন টস জিততে পারেননি। আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। এই ম্যাচ দিয়ে আফগানিস্তানের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো শহিদির।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। এরপর খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং মুমিনুল হক বিভিন্ন সময়ে টেস্ট দলের নেতৃত্ব সামলেছেন।

সিরিজ শুরুর আগে শোনা গিয়েছিল, লিটন এই দায়িত্ব নিতে রাজি নন। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এই খবর উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘টেস্ট খেলোয়াড় হতে পারাই অনেক বড় পাওয়া, তারপরে যদি দেশের অধিনায়কত্ব করার সুযোগ আসে তাহলে সেটি তো গর্বের বিষয়। এর আগে অনেক সময়ে সহ-অধিনায়ক থাকা অবস্থায়ও অধিনায়কের দায়িত্ব পালন করেছি।

সুতরাং অধিনায়কত্ব নিয়ে চিন্তা করছি না।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ