বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরোনো ভিডিও ভাইরাল, আলোচনায় মেকআপ আর্টিস্ট রোজা

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘রোজা’ নামটি। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এখনো ট্রেন্ডিং তালিকায় দেখা যাচ্ছে তাকে। আলোচনার মূল কারণ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নামের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এই রোজা।

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ব্যক্তিগত জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তার দাম্পত্য জীবনের ইতি টেনেছে বিষয়টি। এই খবরে অবাক হয়েছেন তাহসান ও রোজা—উভয়েরই ভক্ত, পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকেই।

এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোজাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তার পুরোনো ছবি ও ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এরই মধ্যে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক চর্চা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় গান ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’-এর তালে নৃত্য করছেন রোজা। ভিডিওটিতে তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, ভিডিওটি ২০২১ সালের ৩০ মে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল। সেই সময়কার রোজার লুক ও উপস্থিতি বর্তমান সময়ের সঙ্গে ভিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য দেখা যাচ্ছে।

অনেকেই ভিডিওটি ঘিরে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও মতামত দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। কেউ কেউ কৌতূহল প্রকাশ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা আহমেদ। বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা উদযাপনমূলক পোস্ট, ছবি ও খবর পরবর্তীতে বিভ্রান্তির জন্ম দেয়। এসব বিষয় নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হয় এই তারকা দম্পতিকে।

পরিস্থিতি স্পষ্ট করতে এবং নিজের দাম্পত্য জীবন নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে শেষ পর্যন্ত মুখ খুলেন তাহসান খান। একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন, যাতে ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

শেয়ার করুন