বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ সদর উপজেলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্থায়নে “ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন”-এর মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শীতের এই কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন।

শেয়ার করুন