চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দলের ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। পরে জানা যায়, চোটের কারণে আপাতত খেলার মতো শারীরিক অবস্থায় নেই এই ফাস্ট বোলার।
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাসকিনের ইনজুরি গুরুতর নয়, তবে সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। নোয়াখালীর বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, তাসকিনকে একাদশে রাখার বিষয়টি শুরু থেকেই বিবেচনায় ছিল না।
মিঠুন জানান, তাসকিন বর্তমানে দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন না। ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ঢাকায় ফিরে গেছেন। মূলত ফিজিওর পর্যবেক্ষণ ও নির্দেশনার কারণেই তাকে খেলানো হয়নি বলে জানান অধিনায়ক।
ঢাকার অধিনায়ক আরও বলেন, তাসকিন এই মুহূর্তে ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন এবং তার শরীরের বিশ্রাম প্রয়োজন। হাঁটুর সমস্যার কারণে স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে চোটের প্রকৃতি স্পষ্টভাবে জানা যায়।
আজ সোমবার ঢাকার আরেকটি ম্যাচ থাকলেও সেখানে তাসকিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মিঠুন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত ফিজিওর প্রতিবেদনের ওপর নির্ভর করবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকার পর্ব থেকে আবার মাঠে ফেরার সুযোগ থাকতে পারে, যদি পরীক্ষার ফল আশাব্যঞ্জক হয়।
ঢাকা ক্যাপিটালসের জন্য এটি একটি বড় ধাক্কা হলেও টিম ম্যানেজমেন্ট তাসকিনের সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আপাতত দলের মেডিকেল টিম তার অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।





