গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের ঘোষণায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন সংসার শুরু করে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই দাম্পত্য সম্পর্কে দেখা দেয় দূরত্ব, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে গড়িয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পর থেকেই তাহসান ও রোজার সম্পর্কের মধ্যে মতানৈক্য তৈরি হয়। ধীরে ধীরে সেই টানাপোড়েন বাড়তে থাকে এবং একপর্যায়ে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতি নিয়ে সম্প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তাহসান নিজেই।
বর্তমান সময় কীভাবে কাটাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বরে তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সেই সফরের আগেই দুজনের মধ্যে আলাদা থাকার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতচর্চা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন।
এখনকার জীবনযাপন প্রসঙ্গে তাহসান বলেন, তিনি একা একাই ভ্রমণে সময় দিচ্ছেন। ঘোরাঘুরি আর বই পড়াই এখন তার প্রধান সঙ্গী। নিরিবিলি ভ্রমণ ও পাঠাভ্যাসের মধ্য দিয়েই সময় পার করছেন এই শিল্পী।
রোজা ইসলাম তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে সম্পন্ন হয়। পেশাগতভাবে রোজা একজন প্রতিষ্ঠিত মেকওভার আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার নিজস্ব মেকওভার প্রতিষ্ঠান রয়েছে, যেখানে তিনি নিয়মিত কাজ করে থাকেন।
এর আগে তাহসান খান ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। সেই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
ব্যক্তিজীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও তাহসান আপাতত নিজেকে সময় দিচ্ছেন—ভ্রমণ, বই আর একান্ত নিরিবিলি জীবনের মধ্য দিয়েই এগিয়ে নিচ্ছেন বর্তমান দিনগুলো।





