আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের বাজার মূল্য পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি একটি সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আমরা ১৯ জানুয়ারি সকল সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে একটি সভা আহ্বান করেছি। সভার মাধ্যমে পণ্যের দাম এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পরে আমরা সম্পূর্ণ পরিস্থিতি বিস্তারিতভাবে জানাতে সক্ষম হব।”
ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কিছুটা উত্তেজনাপূর্ণ হওয়ায় সাংবাদিকরা জানতে চান, এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা। এই প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, “এই মুহূর্তে আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। বাজার বা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চাপ অনুভূত হচ্ছে না।”
তিনি আরও যোগ করেন, “আমরা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সচেতন এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি। আশা করছি আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল থাকবে এবং সাধারণ জনগণ সুবিধা পাবেন।”





