বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অমিতের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তাঁর দেওয়া জবাবে সন্তোষ প্রকাশ করেছেন আদালত। আজ রোববার সকালে আদালতে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দেন তিনি। আদালত তাঁর বক্তব্য শোনার পর তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, আজ রোববার সকালে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে হাজির হন অনিন্দ্য ইসলাম অমিত। সেখানে তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে লিখিত ও মৌখিকভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিচারক তাঁকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অমিতের আইনজীবী দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিচারক অনিন্দ্য ইসলাম অমিতের লিখিত ও মৌখিক বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযোগটি খারিজ করে দিয়েছেন।” শুনানির সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “আদালত অমিতের জবাবে সন্তুষ্ট হয়েছেন। তবে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিচারক।
এর আগে, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে রোববার সকালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
শেয়ার করুন