এম এ মতিন, নওগাঁ :
নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রচার কার্যক্রম জোরদার এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রাহেদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী এবং মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে নারী ভোটার, নতুন ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, মাইকিং, উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর গ্রহণযোগ্যতার মূল ভিত্তি। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে গণভোট আয়োজন করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, গণভোটকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়াতে দেওয়া যাবে না। ভোটারদের সঠিক তথ্য জানাতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং মাঠপর্যায়ে প্রচার ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভা শেষে গণভোটে ভোটার উপস্থিতি বাড়াতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।





