বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা: মূল শুটার গ্রেপ্তার

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি: 
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার মূল শুটার ত্রিদিব চক্রবর্তী ওরফে মিশুককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। বিচারক তার স্বীকারোক্তি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবির এসআই অলক কুমার দে (পিপিএম) জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রথমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে ত্রিদিব চক্রবর্তী হত্যার দায় স্বীকার করার পাশাপাশি জানান—এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ‘জামাই’ পরশ ও তার সহযোগী সাগর।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় প্রকাশ্যে মোটরসাইকেল থেকে গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ডিবি পুলিশ অভিযানে নামে।

শেয়ার করুন