দুর্নীতির মামলায় ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট, ধানমন্ডির কারপার্কিং-বেইজমেন্টসহ আরেকটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের ১৬ একর জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত সম্পদের মোট মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের আবেদনে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চের সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের সহকারি পরিচালক আশিকুর রহমান, এসব সম্পদ জব্দ করতে চেয়ে আবেদন করেন,
আবেদনে বলা হয়েছে, ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। তদন্তকালে পাওয়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা চলছিল। তাই সম্পদ বেহাত রোধে জব্দাদেশ দেওয়া হয়েছে।





