জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ২৬টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী।
এর আগে ২০টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে থাকলেও নতুন ৬টি কেন্দ্রের ভোট গণনার পর ভোটের ব্যবধানে পরিবর্তন আসে।
ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম মোট ৩ হাজার ১৫১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৯৯২ ভোট। এ দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৫৯।





