বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবি অধ্যাপকের মৃত্যুতে ইবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শোক

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় সভাপতি ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
বুধবার (০৭ জানুয়ারি) বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মরহুমের একাডেমিক সেবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ড. মোহা. আতাউর রহমান আমার শ্রদ্ধেয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। স্যারের মৃত্যুতে আমরা খুবই ব্যথিত। স্যারের জন্য দোয়ার প্রার্থনা জানাই। বিভাগের পক্ষ থেকে স্যারের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
উল্লেখ্য, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শেয়ার করুন