বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি):
 বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার  মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শহর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে নরসিংদী পৌর মিলনায়তনে  নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি সহ-সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া এবং  নরসিংদী জেলা বিএনপির  দপ্তর সম্পাদক ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি খায়রুল কবির খোকন।
তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি, অগ্নিকন্যা এ্যাডভোকেট শিরিন সুলতানা।
খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস শেখ হাসিনা দায়ী, তাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনার নির্দেশে মিথ্যা মামলা দিয়ে জেলা খানায় খাবারের সাথে বিষকৃয়া মিশিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হয়েও বাংলাদেশের মানুষকে বার বার রক্ষা করেছেন।
যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই তিনি বাংলাদেশের হাল ধরেছেন।দেশনেত্রীর সৃজনশীল চিন্তা,দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে খালেদা জিয়ার ভূমিকা এবং হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি না করে খালেদা জিয়া মানবিক এবং গণতান্ত্রিক চিন্তা চর্চাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন।
সর্বোপরি তিনি মানবিক বোধের একজন মহীয়সী নেত্রী। খালেদা জিয়ার সৌন্দর্যবোধ, পরিমিতি বোধ এবং সংযমী চিন্তা ও আচরণ বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর স্মৃতি আমরা বহন করছি এবং আমার বিশ্বাস খালেদা জিয়ার বিদায় বেলায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তাকে সম্মানের বিদায় জানিয়েছেন।সর্বস্তরের শিশু-কিশোরদের শিক্ষার জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। তিনি আরো বলেন, বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান তার নেতৃতে দেশের জনগনের ভোটে সরকার গঠন করার লক্ষ্যে এখ্যবন্ধভাবে কাজ করতে হবে।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর উলামা দলের আহবায়ক মুফতি আল আমিন।
শেয়ার করুন