বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাই সিনেমায় প্রেমের নয়া অধ্যায়: শাকিব-হানিয়া জুটি

ঢাকাই সিনেমার সুপরিচিত নায়ক শাকিব খান দুই দশক ধরে দেশীয় চলচ্চিত্রে নিজের আধিপত্য বজায় রেখেছেন। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার মাধ্যমে ভক্তরা তাকে এক নতুন রূপে দেখার সুযোগ পেয়েছেন। এর পর থেকে ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’সহ একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তার ‘সোলজার’ সিনেমার মুক্তির অপেক্ষায় অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে নতুন গুঞ্জন উঠেছে, শাকিব এবার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে একটি নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন। সূত্র জানায়, শাকিব সাম্প্রতিককালে বেশ কিছু অ্যাকশন ঘরানার ছবিতে কাজ করেছেন। তবে এবার তিনি রোমান্টিক ধাঁচের সিনেমায় ফিরছেন। চলতি বছর রোমান্টিক ছবির মাধ্যমে এই নতুন জুটি দর্শকরা দেখতে পারেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হানিয়া আমির এবং তার টিম ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা করেছেন। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, হানিয়া কিছু মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন। বিয়ে শেষে সময়সূচি মিলে গেলে তাকে শাকিবের সঙ্গে সিনেমায় দেখা যেতে পারে।

ফলে শাকিব খানের বিপরীতে কোন পাকিস্তানি নায়িকা দেখা যাবে, তা নিশ্চিত হতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ভক্তদের। তবুও সিনেমার এই সম্ভাব্য জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন