বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি কাজে ফোন দিয়ে কারও মনোনয়ন বাতিলের জন্য চাপ দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান রোববার (৪ জানুয়ারি) গুলশানে দলের নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছে, সরকারি দফতরে ফোন দিয়ে কারও মনোনয়ন বাতিলের বিষয়ে দলের পক্ষ থেকে প্রভাব খাটানো হচ্ছে, তা “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন”।

তিনি বলেন, “আমরা এমন কোনও কাজ কোথাও করিনি। একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করছে। গণমাধ্যমের উচিত এ বিষয়ে প্রকৃত সত্য খুঁজে বের করা।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই দ্রুত নির্বাচন দাবি করে আসছে।”

রবিবার অনুষ্ঠিত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে পরিচিত হওয়া এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা। এই সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে। প্রতিটি উপ-কমিটিতে নির্দিষ্ট লিডার থাকবেন এবং তারা দলীয় প্রার্থীদের আইনি ও সাংগঠনিক সহযোগিতা প্রদান ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

নজরুল ইসলাম খান বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছি ঠিকই, কিন্তু গণতন্ত্র এখনও পূর্ণতা পায়নি। এর জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিগত দেড় দশকে বিএনপিই সবচেয়ে বেশি নির্যাতন ও গায়েবি মামলার শিকার হয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে যায়নি। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারেনি। আমরা আশা করছি জনগণ এবার তাদের পছন্দনীয় প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমাদের নেতা তারেক রহমান বারবার শান্তির কথা বলেছেন। আমরা চাই মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং কল্যাণমুখী একটি সরকার গঠিত হয়।”

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মুখপাত্র ড. মাহদী আমিন।

শেয়ার করুন