বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট একজনই, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে। দায়িত্ব গ্রহণের সময় তিনি পরিষ্কারভাবে বলেন, “এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন, তিনি হলেন নিকোলাস মাদুরো।”

শনিবার (৩ জানুয়ারি) ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের জরুরি বৈঠকে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটিতে “অভূতপূর্ব সামরিক আগ্রাসন” চালানোর অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট *নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লেডি সিলিয়া ফ্লোরেসকে অবৈধভাবে অপহরণ করা হয়েছে।

ডেলসি রদ্রিগেজ জানান, এই সামরিক অভিযান মূলত ভেনেজুয়েলার সরকার পরিবর্তন এবং দেশের জ্বালানি, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে চালানো হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানান।

জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে তিনি মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানান। পাশাপাশি ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নাগরিক নিরাপত্তা সংস্থা ও জাতীয় শক্তি সক্রিয় করার নির্দেশ দেন।

ডেলসি আরও উল্লেখ করেন, “প্রেসিডেন্ট মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমেছে। সশস্ত্র বাহিনী (এফএএনবি) ও বলিভারিয়ান মিলিশিয়া সক্রিয় হয়েছে।” তিনি আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরেন এবং বলেন, “চীন, রাশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো একত্রিত হয়ে আওয়াজ তুলেছে। এই হামলা বিশ্ব সরকারের জন্য নাড়া দেওয়ার মতো ঘটনা এবং এটি জায়নবাদী রঙে রঞ্জিত ও চরম লজ্জাজনক।”

ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে জাতিসংঘ সনদের ১ ও ২ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট মাদুরো মার্কিন জনগণের প্রতি বন্ধুত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে কূটনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের পথ উন্মুক্ত করার চেষ্টা করেছিলেন।”

উল্লেখ্য, নিরাপত্তা বৈঠকের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, “নিকোলাস মাদুরো বর্তমানে দায়িত্ব পালনে বাস্তব ও সাময়িকভাবে অক্ষম। রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা ও দেশ রক্ষার স্বার্থে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডেলসি রদ্রিগেজ।” আদালতের আদেশ অনুযায়ী তিনি প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তার সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্টের সব ক্ষমতা, দায়িত্ব ও এখতিয়ার গ্রহণ ও কার্যকর করবেন।

সূত্র: তেলেসুর

শেয়ার করুন