বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মোবাইল অ্যাপেই রিচার্জ করা যাবে মেট্রোর কার্ড

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) রোববার (৩ জানুয়ারি) জানিয়েছে, মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহারের সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। নতুন ‘র‍্যাপিড পাস অ্যাপ’ ব্যবহার করে যাত্রীরা এখন সহজেই তাদের পাস কার্ড রিচার্জ করতে পারবেন।

ডিটিসিএ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তবে অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে অ্যাপের কার্যকারিতা উন্নত করার এবং যেকোনো সমস্যার সমাধানে কাজ করছে, যাতে যাত্রীরা আরও নিরবচ্ছিন্নভাবে সুবিধা ভোগ করতে পারেন।

অ্যাপ ব্যবহার করতে ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে নিবন্ধিত গ্রাহকরা তাদের বিদ্যমান ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারীরা ১০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্টের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। রিচার্জের জন্য ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদ ব্যবহারের সুবিধাও দেওয়া হয়েছে।

অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করতে অ্যাপ স্টোরে গিয়ে ‘র‍্যাপিড পাস’ সার্চ করতে হবে। এছাড়া সরাসরি এই লিংক https://play.google.com/store/apps/details থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

শেয়ার করুন