বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হানিয়া–আসিমকে ঘিরে বিয়ের গুঞ্জন, সঙ্গে জ্যোতিষীর সতর্কবার্তা

২০২৬ সালের শুরুতেই পাকিস্তানের বিনোদন জগৎ ললিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার গুঞ্জনের পাশাপাশি সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে—এমন ধারণাও ছড়িয়েছে। তবে এই সম্ভাবনার মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর এক ভবিষ্যদ্বাণী। এক জ্যোতিষীর মতে, চলতি বছরে বিয়ে হলে তাদের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা রয়েছে।

হানিয়া আমির ও আসিম আজহারের প্রেমের সম্পর্ক ২০১৮ সাল থেকে প্রকাশ্য আলোচনায় ছিল। ২০২০ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুজনের ফের কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—এসব কারণেই ভক্তদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, তারা আবারও সম্পর্কে জড়িয়েছেন। এ থেকেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের সিদ্ধান্ত আসতে পারে।

এমন পরিস্থিতিতে হানিয়া আমিরের বিয়ে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি বলেন, এই সময়টায় অভিনেত্রীর ক্যারিয়ারে মনোযোগ দেওয়া বেশি প্রয়োজন। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরী দাবি করেছেন, হানিয়ার আগের বিচ্ছেদের পূর্বাভাস তিনিই প্রথম দিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন এবং সেই সম্পর্ক চলতি বছরেই বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা আছে।

তবে এসব আলোচনা ও ভবিষ্যদ্বাণীর মধ্যেও হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। শেষ পর্যন্ত ২০২৬ সাল তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি জ্যোতিষীদের আশঙ্কাই বাস্তব রূপ নেবে—তা সময়ের হাতেই নির্ভর করছে।

শেয়ার করুন