বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে দীর্ঘদিনের কর্মজীবনে সততা ও বিচক্ষণতার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালনকালে তার পেশাদারিত্বের জন্য তিনি প্রশংসা অর্জন করেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। সে সময় তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায় কাজ করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এককভাবে কাজ শুরু করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় তিনি চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে যুক্ত ছিলেন।
পরবর্তীতে পরিচালক হিসেবে তিনি নির্মাণ করেন ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’সহ একাধিক চলচ্চিত্র। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি বাচসাস পুরস্কার ছাড়াও ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হন।
বাংলাদেশ চলচ্চিত্রে একজন অভিজ্ঞ নির্মাতা ও বিচক্ষণ ব্যক্তিত্ব হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর অবদান চলচ্চিত্রাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।





