সাদা প্রিন্টের শার্ট ও ডেনিম প্যান্ট পরিহিত অবস্থায় মুখে মাস্ক লাগিয়ে বাবার পাশে দেখা যায় অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা শক্তি কপূরের পরনে ছিল গোলাপি রঙের হাফপ্যান্ট ও টি-শার্ট, তাঁর মুখও ঢাকা ছিল মাস্কে। শুক্রবার মুম্বইয়ের একটি হাসপাতালে বাবাকে নিয়ে যান শ্রদ্ধা। সেই সময় হাসপাতালের বাইরে উপস্থিত ছিলেন একাধিক আলোকচিত্র সাংবাদিক, যাঁরা সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলতে শুরু করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে বাবাকে গাড়িতে তুলছিলেন শ্রদ্ধা। ঠিক সেই সময়েই ক্যামেরা তাক করা দেখে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিশিকারিদের উদ্দেশে স্পষ্ট এবং কঠোর ভঙ্গিতে ছবি না তোলার অনুরোধ করতে দেখা যায় তাঁকে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় উদ্বেগ তৈরি হয়। বহু মানুষ শক্তি কপূরের শারীরিক অবস্থার কথা জানতে আগ্রহ প্রকাশ করেন। তবে এখনও পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য নাকি কোনও বিশেষ শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই বিষয়ে শ্রদ্ধা কপূর বা পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কন্যা শ্রদ্ধা কপূরকে নিয়ে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছিলেন শক্তি কপূর। তিনি বলেছিলেন, শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়চেতা এবং নিজের সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করে। জীবনে কিছু নৈতিক আদর্শ রয়েছে, যেগুলি সে কঠোরভাবে মেনে চলে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তিনি জানান, কখনও তাঁদের মধ্যে মতবিরোধ হয়, আবার কখনও একসঙ্গে ভ্রমণের পরিকল্পনাও করেন। সিনেমা নিয়েও নিয়মিত আলোচনা হয় তাঁদের। কন্যার অভিনয় দক্ষতা নিয়ে গর্ব প্রকাশ করে শক্তি কপূর বলেন, শ্রদ্ধা একজন পরিণত ও প্রতিভাবান অভিনেত্রী।





