এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় আজ সারাদেশের ন্যায় প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যেই এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।
মান্দা উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহাপুর ঢোলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। বই বিতরণ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।
কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মান্দা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন।
বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফসহ শিক্ষা অফিসার কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পেয়ে যাবে





