বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে সময়মতো পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ

অপু দাস (স্টাফ রিপোর্টার):
নতুন বছরের প্রথম দিনেই নতুন বইয়ের আনন্দে মুখর হয়ে উঠেছে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বছরের শুরুতে সময়মতো পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝকঝকে নতুন মলাট, রঙিন প্রচ্ছদ ও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল খাঁটি আনন্দের প্রকাশ। বই হাতে নিয়ে কেউ উল্টেপাল্টে দেখছিল, কেউ আবার বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছিল। শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই সব বই হাতে পাওয়ায় তারা এখন নিয়মিত পড়াশোনা শুরু করতে পারবে এবং ভালো ফলাফলের লক্ষ্যে প্রস্তুতি নিতে সুবিধা হবে।
অনেক শিক্ষার্থী বলেছে, আগে কখনো কখনো বই পেতে দেরি হওয়ায় পড়াশোনায় সমস্যা হতো। কিন্তু এ বছর নির্ধারিত সময়েই বই পাওয়ায় তারা আত্মবিশ্বাসী। নতুন বই হাতে পাওয়ার এই আনন্দ তাদের পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলেও তারা মন্তব্য করে।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী জেলায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিতরণও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী বই পৌঁছে দেওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা বা ঘাটতির খবর পাওয়া যায়নি।
বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন বই কেবল আনন্দের বিষয় নয়, এটি দায়িত্ব ও আত্মনিয়োগের প্রতীক। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সময়ের সদ্ব্যবহার করার আহ্বান জানান। শিক্ষকরা আশা প্রকাশ করেন, সময়মতো বই হাতে পাওয়ায় চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত হবে।
অভিভাবকরাও বই বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যবই পাওয়া গেলে সন্তানদের পড়াশোনার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হয় এবং আর্থিক চাপও কমে যায়। তারা বলেন, সময়মতো বই বিতরণ শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা বাড়ায় এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ জোগায়।
সার্বিকভাবে রাজশাহীতে বই বিতরণ কার্যক্রম ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার এই উদ্যোগ শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেয়ার করুন