বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন রণবীর সিংহ। এই সময়ের মধ্যে তিনি নানা ওঠাপড়ার মুখোমুখি হয়েছেন এবং কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এক বর্ষীয়ান সাংবাদিক।
ঘটনাটি ঘটে ‘বাজিরাও মস্তানি’ ছবির সময়ে। সেই সময় অভিনেতার সঙ্গে সাক্ষাৎকারের জন্য গিয়ে সাংবাদিক দেখেন, রণবীরের মেজাজ ভালো নেই এবং তিনি ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন দীপিকা পাড়ুকোন, কিন্তু রণবীর থামছিলেন না। অবশেষে ওই দিন সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়।
সাংবাদিক বলেন, “কোনও একটি কারণে রণবীরের মেজাজ খারাপ ছিল। প্রথমে ভেবেছিলাম, যেহেতু আমি বড়, তাই ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু তিনি থামছিলেন না। তখনই আমি সিদ্ধান্ত নিলাম, সাক্ষাৎকার বাতিল করতে হবে।”
সেই দিন সাংবাদিক রণবীরকে বলেন, “আপনার বয়সের তুলনায় আমার কাজের অভিজ্ঞতা বেশি। বহু তারকাকে দেখেছি, যারা এসেছেন এবং আবার হারিয়ে গেছেন। তবে আজকের ঘটনা মনে থাকবে। কিন্তু আপনার ছবির অকারণ সমালোচনা করব না, ভালো হলে প্রশংসাই করব।”
পরবর্তীতে এই ঘটনার জন্য রণবীর দুঃখ প্রকাশ করেছিলেন। সাংবাদিক জানিয়েছেন, “এরপর যতবার দেখা হয়েছে, আমি চোখের দিকে তাকিয়েছি, কিন্তু কথা বলিনি। একদিন নিজেই রণবীর এসে বললেন, ‘ম্যাম, এক বছর আগের ঘটনা। এবার বাদ দিন।’ এরপর থেকে সব মিটমাট হয়ে গেছে।”





