বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যা মামলায় দুই আসামির চাঞ্চল্যকর তথ্য প্রদান, রিমান্ড শেষে কারাগারে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে জানান, ৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামিরা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তবে কী তথ্য, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি।

আদালত সূত্রে জানা যায়, সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয় মানবপাচার ও চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য। তারা সিন্ডিকেটের হোতা ফিলিপের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তাদের ধারণা, সিন্ডিকেটের মাধ্যমে মামলার প্রধান পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীরা ভারতে পালিয়ে থাকতে পারেন।

সিবিয়ন ও সঞ্জয় ১৫ ডিসেম্বর সীমান্ত এলাকা থেকে বিজিবি আটক করার পর ১৮ ডিসেম্বর গ্রেফতার দেখানো হয়। প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে আবারও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ ডিসেম্বর মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন