পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। এ ঘটনার কারণে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্ত। বিক্ষোভের সময় বাংলাদেশমুখী বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাককে থামিয়ে দেওয়া হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে মঞ্চের সদস্যরা একত্রিত হন। তারা বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে ট্রাক টার্মিনালে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশমুখী ট্রাক চলাচল করলে সেগুলো আটকে দেওয়া হয়। ট্রাকচালকদের সঙ্গে তাদের মাঝে বাকবিতণ্ডার দৃশ্যও দেখা গেছে।
একইভাবে শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া সীমান্তেও সমান চিত্র দেখা যায়। বিক্ষোভকারীরা ভারত থেকে বাংলাদেশে চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার হুমকি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এই বিক্ষোভের কারণে কিছুক্ষণ বাংলাদেশমুখী ট্রাক চলাচল বন্ধ থাকে।
ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভকারীদের একজন রাজেন্দ্র সাহা বলেন, “বাংলাদেশের নেতারা ভারতবিরোধী মন্তব্য করছেন। তাই আমরা সেখানে কোনো পণ্য যেতে দেব না।”





