পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে চেম্বার আদালত। একই সঙ্গে এ মামলার নিয়মিত শুনানির জন্য আপিল বিভাগের বেঞ্চ আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে ১৮ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, হাইকোর্ট পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আদালত নির্দেশ দেন, সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশ করতে হবে। হাইকোর্টের এ রায় বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চে ঘোষণা করা হয়।
রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আবেদন করেন। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
এ দিকে, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে। এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সীমানা সংক্রান্ত বিরোধ ও বিক্ষোভ শুরু হয়।
নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, পাবনা-১ আসনে রয়েছে সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন পরিষদ।
পাবনা-২ আসনে অন্তর্ভুক্ত ছিল সুজানগর উপজেলা এবং বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউপি ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ।





