বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ৭৫ বছর পুরনো সেনাবাহিনী পরিচালিত রেডিও বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগের মধ্যেই ইসরায়েল সরকার সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’ বন্ধ করার অনুমোদন দিয়েছে। প্রায় ৭৫ বছর ধরে সম্প্রচার চালিয়ে আসা এই রেডিওটি দেশের অন্যতম পুরনো গণমাধ্যম হিসেবে পরিচিত।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাৎজের প্রস্তাবে, আগামী ১ মার্চ থেকে আর্মি রেডিওর সম্প্রচার সম্পূর্ণ বন্ধ করা হবে। সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

আইনগতভাবে আর্মি রেডিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ইউনিট এবং এটি সেনাপ্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তবে রেডিওতে একটি সক্রিয় সংবাদ বিভাগ রয়েছে, যেখানে সেনা সদস্যদের পাশাপাশি বেসামরিক সাংবাদিকরাও কাজ করেন। তাদের উপস্থাপিত রাজনৈতিক টকশোগুলো দেশজুড়ে জনপ্রিয়, এবং অনেক সময় রাজনীতিবিদ ও সেনাবাহিনী সমালোচনার শিকার হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “সেনাবাহিনী অধীনে পরিচালিত রেডিও স্টেশন কেবলমাত্র উত্তর কোরিয়া ও হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে। আমরা সেই তালিকায় থাকতে চাই না।”

তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি মন্তব্য করেছেন, “এটি জনসম্প্রচার দুর্বল করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।”

রেডিও বন্ধের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে ইসরায়েল প্রেস কাউন্সিল, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন নাগরিক সংগঠন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জও আনা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন