কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাণ হারানো বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শহীদ জাহাঙ্গীর আলমের জানাজা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তাঁর নিজ গ্রামের মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
জানাজায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদল, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় শহীদকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নামাজে জানাজা শেষে শহীদ জাহাঙ্গীর আলমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন ঘিরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত ও বেদনাবিধুর।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় জাহাঙ্গীর আলমসহ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ছাড়া আরও নয়জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁরা সবাই শঙ্কামুক্ত।
শহীদ জাহাঙ্গীর আলমের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।





