অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান এক অবিস্মরণীয় জয় দেখিয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধ ১৫৬ রানে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। পাকিস্তানের ওপেনার সামির মিনহাসের রেকর্ড-গড়া ইনিংসের সুবাদে ভারতকে সহজেই হারিয়েছে পাকিস্তান।
সামির মিনহাস একেবারে দাপুটে ব্যাটিং উপহার দিয়ে ১৭২ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন। ফাইনালে পাকিস্তান ৩৪৭ রান সংগ্রহ করে, যা এই টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৪ সালে ভারত ফাইনালে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল। সেই ম্যাচে পাকিস্তান মাত্র ৪০ রানে হেরে গিয়েছিল।
রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম উইকেট হারায় মাত্র ৩১ রানে। তবে উসমান খানকে নিয়ে ৭৯ বল খেলে ৯২ রানের জুটি গড়ে মিনহাস দলের সূচনা দৃঢ় করেন। এরপর মিনহাস ৭১ বলে ১২ চারের সাহায্যে এবং ৪ ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর আহমেদ হুসেইনের সঙ্গে ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার দিকে এগিয়ে নেন।
৪৩ ওভারে তিন উইকেট হারানোর পর পাকিস্তানের সংগ্রহ ছিল ৩০২, আর ৪৭তম ওভারে রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হওয়ার পর পাকিস্তান শুরুর ছন্দ কিছুটা হারায়। ১১৩ বলের ইনিংসে তার ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল। শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি যোগ করে পাকিস্তানকে ৮ উইকেটে ৩৪৭ রানে পৌঁছে দেয়। ভারতের পক্ষে দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। পান হেনিল প্যাটেল দুটি উইকেট নেন।
রানের তাড়া করতে নেমে ভারত প্রথম থেকেই চাপের মুখে পড়ে। আলি রেজার বোলিংয়ে প্রথম কয়েক ওভারে উইকেট হারাতে থাকে ভারত। একের পর এক উইকেট পতনের কারণে মাত্র ২৬.২ ওভারে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন পেস বোলার দিপেশ দেবেন্দ্র। পাকিস্তানের হয়ে আলি রেজা ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন সায়েম, সুবহান ও হুজায়ফা।
এই জয় নিশ্চিত করল পাকিস্তানের দাপুটে ব্যাটিং ও বোলিং, যা ভারতকে এশিয়া কাপ ফাইনালে সমান প্রতিদ্বন্দ্বিতা দেখাতে দেয়নি।





