ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি নেতা ও প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
মনোনয়নপত্র উত্তোলনের পর আবু তালেব বলেন, “আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের কোটি কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী আমাদের নেত্রীকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”





