বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন  উপলক্ষে কৃষকদলের কমিটি গঠন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কৃষকদলের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ,ন,ম, খলিলুর রহমান ভিপি ইব্রাহিমকে আহ্বায়ক করে  ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয়  সংসদের  যুগ্ন সম্পাদক  কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে  ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল  শুক্রবার এই কমিটির অনুমোদন দিয়েছেন। তারেক রহমান ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর তার মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে ২৫ ডিসেম্বর নিয়ে দেশে ফিরবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন