যদি শনিবার রজবের চাঁদ দেখা যায়, তবে পবিত্র রমজান মাসের আগমন এখন মাত্র দুই মাস দূরে।
আরবি ক্যালেন্ডারের চারটি পবিত্র মাসের মধ্যে একটি হলো রজব। এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ রজবের আগমনই রমজানের জন্য অপেক্ষার সূচনা হিসেবে গণ্য করা হয়। রজবের পরেই শুরু হয় শা’বান মাস, আর শা’বান শেষ হবার পরই শুরু হয় মহিমান্বিত রমজান মাস।
আরবি মাসগুলো সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে শুরু হয়। যদি এই শনিবার রজবের চাঁদ দেখা যায়, তাহলে মাসটি শুরু হবে। ধরলে রজব মাস ২৯ দিন এবং শা’বান মাস ৩০ দিন ধরে নিলে, রমজান আসতে তখন বাকি থাকবে মোট ৬০ বা ৬১ দিন। তবে চাঁদ দেখার বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করবে রমজানের প্রথম দিনের তারিখ।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছরের রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজানের প্রথম দিন একদিন পিছিয়ে যাবে।





