বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পল্টনের হোটেল থেকে জাপার জেলা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনের বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু (৬৮) মারা যান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্টন থানার এসআই নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পর হোটেলের কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৃত জাপা নেতার নিকটাত্মীয় শাহীন বলেন, শহিদুল ইসলাম বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে তিনি বাগেরহাট-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। পার্টির কাজে ঢাকায় আসার সময় হোটেলে অবস্থান করছিলেন। তিনি বলেন, শহিদুল ইসলাম হার্টের রোগী ছিলেন এবং গত রমজান মাসে স্ট্রোক করেছিলেন। পরিবার ধারণা করছে, হয়তো স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।

শেয়ার করুন