বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিফা জানালো: ২০২৬ বিশ্বকাপ হবে অর্থের দুনিয়ার সর্বোচ্চ রেকর্ড

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আগে ইতিহাসসৃষ্ট অর্থনৈতিক ঘোষণা করেছে ফিফা। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের জন্য মোট পুরস্কার তহবিল আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তিনটি দেশে।

চ্যাম্পিয়ন দল এইবার রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার জিতবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমান। মোট ৪৮টি অংশগ্রহণকারী দলের মধ্যে প্রাইজমানি হিসেবে বিতরণ করা হবে ৭২ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকার সমান। এর মধ্যে পারফরম্যান্স ভিত্তিক অর্থ বরাদ্দ করা হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া প্রতিটি দলকে প্রস্তুতি ব্যয়ের জন্য ১৫ লাখ ডলার করে প্রদান করা হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার।

সম্প্রতি অতিরিক্ত টিকিটমূল্য নিয়ে সমালোচনার মুখে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ৬০ ডলারে নামিয়েছে। এর মধ্যেই ফিফা কাউন্সিল নতুন রেকর্ড প্রাইজমানির ঘোষণা করেছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

ঘোষিত কাঠামো অনুযায়ী, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবেন ৯০ লাখ ডলার। রানার্সআপ দল পাবেন ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থানের দল পাবেন ২ কোটি ৭০ লাখ ডলার।

তুলনামূলকভাবে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, আর ২০১৮ সালে শিরোপা জিতে ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আসছে। ঐ বছর ইতালি বিশ্বকাপ জিতে পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এই প্রাইজমানি বিশ্বকাপকে বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে নতুন দিগন্তের সূচনা হিসেবে তুলে ধরবে।” অন্যদিকে, ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেট্রেক্স মন্তব্য করেছেন, “বিপুল পুরস্কার তহবিল দেখাচ্ছে অর্থের ঘাটতি নেই। বিশ্বকাপের স্বকীয়তা রক্ষায় ফিফার এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন