ঢাকাই সিনেমার স্বর্ণযুগে পর্দার নায়িকা শাবনূর এবং কণ্ঠশিল্পী কনকচাঁপার যুগলবন্দি দর্শকদের মনে এখনো জ্বলজ্বল করছে। শাবনূরের জন্মদিন উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কনকচাঁপার পোস্টে সেই সময়ের অনেক অজানা স্মৃতি উজ্জ্বল হয়ে উঠেছে।
কনকচাঁপা লিখেছেন, “শাবনূর একটি পরিপূর্ণ প্রতিভার অধিকারী, যার অভিনয়, উচ্চারণ এবং মুখশ্রী আজও মনে গভীর প্রভাব ফেলে। তার হাসি ও নয়নযুগল প্রজন্মের অনেককেই মুগ্ধ করেছে। শত জন্মের মধ্যে একজনের কাছাকাছি এমন প্রতিভা আসে।”
শাবনূরের বহু গানের কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। তিনি বলেন, “শাবনূরের গানে আমার কণ্ঠ যেন এক হয়ে গেছে। আমি গেয়েছি, তিনি অভিনয় করেছেন, কিন্তু পর্দায় দেখলে মনে হয় এটি তারই কণ্ঠ। এই মিলনের পুরো ক্রেডিট শাবনূরকেই যায়।”
ব্যক্তিগত জীবনে কম দেখা হলেও কনকচাঁপার মতে, শাবনূর অত্যন্ত সহজ সরল এবং খোলা মনের একজন মানুষ। “তার হাসি মন কেড়ে নেয়, এবং অভিনয় করতে দেখলে বিশ্বাস হওয়া কঠিন—এত গভীরভাবে সে চরিত্রে ডুবে যায়।”
দীর্ঘ ক্যারিয়ারে একসাথে কাজ করেও কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানমালায় এই যুগলবন্দিকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি লেখেন, “কয়েকটি চ্যানেলকে নিজ উদ্যোগে বলেছি, শাবনূর ও আমাকে নিয়ে একটি প্রোগ্রাম তৈরি করুন, কিন্তু কোনো চ্যানেল আগ্রহ দেখায়নি। একদিন হয়তো আমাদের গান ও অভিনয়ের সংমিশ্রণ নিয়ে গবেষণা হবে।”
এদিকে শাবনূরও জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় উচ্ছ্বসিত। বিকেলে তিনি একটি কেক কাটার ভিডিও শেয়ার করে সবাইকে কৃতজ্ঞতা জানান। “ভালবাসা ও দোয়া আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনাদের জন্য ধন্যবাদ,” লিখেছেন শাবনূর।
উল্লেখ্য, নব্বইয়ের মাঝামাঝি থেকে পরবর্তী এক দশক পর্যন্ত শাবনূর ও কনকচাঁপার যুগলবন্দি দর্শকদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছে, যা আজও মানুষের মুখে মুখে ফেরে।





