বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অল স্টার্স ম্যাচ মুখোমুখি হবে ‘অদম্য’ ও ‘অপরাজেয়

১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের ম্যাচ অনুষ্ঠিত হবে। এক সময়ে বর্তমান ক্রিকেটাররাই এই ম্যাচ খেলতেন, এখন এটি সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়। এবারের বিজয় দিবসেও সাবেকদের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি কোয়াবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ

মঙ্গলবার ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’-এ মুখোমুখি হবে ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ দুই দল। ‘অদম্য’-এর নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, আর ‘অপরাজেয়’-এর নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের আগে দুই দলের অধিনায়ক প্রেসবক্সে বক্তব্য দেন।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, “খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনও ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। মাঠে প্রস্তুতি দেখানো হবে না, সব প্রস্তুতি মুখে মুখেই হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়ে যাইতে পারি। যেকোনও কিছুই হতে পারে।”

জবাবে মিরাজ বলেন, “যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে খেলার মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। ওরা থ্রেট দেয়, আমরা থ্রেট দেব। মাঠে চেষ্টা করব ম্যাচ জিতে তাদের থ্রেটের জবাব দিতে।”

শান্ত আম্পায়ার নিয়েও রসিকতা করেন, “উত্তাপ তো থাকবে, তবে বেশি দেখানো যাবে না। শুনেছি ভালো আম্পায়ার থাকবেন। বেশি উত্তাপ দেখালে ডিমেরিট পয়েন্ট পেতে পারি। একটু ভয়েই আছি। শুনেছি আমাদের দলের পাঁচজন খেলতে পারবে না, হয়তো ফোন-টোনে হুমকি পেয়েছে।”

বাংলাদেশ অল স্টার্স দুই দলের স্কোয়াড:

অপরাজেয়:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, নুরুল হাসান সোহান, এসএম মেহরব, জাকের আলী, শামীম হোসেন, রকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

অদম্য:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।

শেয়ার করুন