বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির জরুরি বৈঠক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য নির্বাচন কমিশন (ইসি) আজ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শুরু করেছে।

রোববার বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করতে ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।’

সভায় উপস্থিত থাকার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন