বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে পারেনি অন্তর্বর্তী সরকার : টিআইবি পরিচালক

সংগৃহীত ছবি

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার দৃঢ় ও কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেওয়া অঙ্গীকার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘ ৫৪ বছর এবং বিশেষ করে গত ১৫ বছরের জমে থাকা দুর্নীতির জঞ্জাল কাটিয়ে উঠে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য সময় প্রয়োজন। তবে দুর্নীতি বাড়ছে না কমছে—এই মুহূর্তে সে বিষয়ে টিআইবি নির্দিষ্ট কোনো হিসাব করেনি। তবে তিনি বলেন, দুর্নীতি এখনও অব্যাহত রয়েছে।

নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত শক্তি প্রদর্শন, অর্থের প্রভাব ও ধর্মের ব্যবহার—এই বিষয়গুলো ইশতেহারে স্পষ্টভাবে উপস্থাপন করা।

ড. ইফতেখারুজ্জামান মনে করেন, ভবিষ্যৎ সরকার পরিচালনায় দুর্নীতি দমন, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নির্বাচনি ইশতেহারে তুলে ধরা জরুরি।

শেয়ার করুন