সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জন্য। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন এই অলরাউন্ডার।
অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সাকিব। বরং খেলতে প্রস্তুত থাকা অবস্থায় মাঝ ইনিংসেই তাকে উইকেট থেকে তুলে নেয় টিম ম্যানেজমেন্ট—যা একজন অভিজ্ঞ বিশ্বমানের ক্রিকেটারের জন্য অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক ঘটনা বলে মনে করছেন অনেকেই।
শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে এমআই এমিরেটস। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৫ রান।
ইনিংসের শুরুটা দারুণভাবে করে দলটি। ওপেনিংয়ে জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম দ্রুতগতিতে রান তুলতে থাকেন। ২৪ বল মোকাবিলা করে ৩৭ রান করে বেয়ারস্ট্রো আউট হলে ৫৬ রানের উদ্বোধনী জুটির সমাপ্তি ঘটে। ওয়াসিমও দায়িত্বশীল ব্যাটিং করে ৩৯ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে।
তিন নম্বরে নামা নিকোলাস পুরান ব্যর্থ হন। তিনি ১২ বল খেলে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন। ৮৪ রানে তিনটি উইকেট হারানোর পর মাঠে নামেন সাকিব আল হাসান। শুরুতে উইকেটে সময় নিলেও রান তুলতে ছিলেন বেশ ধীর। সেট হওয়ার পরও বড় কোনো শট খেলতে না পারায় চাপ বাড়তে থাকে।
১২ বল মোকাবিলা করে ২টি চারের সাহায্যে ১৬ রান করে তিনি তখনও অপরাজিত ছিলেন। কিন্তু ঠিক সেই সময়েই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে ব্যাটিং থেকে তুলে নেওয়া হয়—যা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।
ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন রোমারিও শেফার্ড। মাত্র ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া তাজিন্দার সিং ৮ বলেই করেন ১৭ রান। তাদের ঝোড়ো ব্যাটিংয়েই লড়াই করার মতো শক্ত সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় এমআই এমিরেটস।





