বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন: কাদের ত্বকের জন্য কোনটি?

শীত এলেই ত্বকের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় রুক্ষতা ও শুষ্কতা। ঠান্ডা হাওয়া আর কম আর্দ্রতার কারণে ত্বক দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। এই সময়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে নানা ধরনের লোশন, ক্রিম ও ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকেই। তবে আধুনিক প্রসাধনীর ভিড়েও এখনো বহু পরিবারে ভরসার জায়গা দখল করে আছে দু’টি চিরচেনা উপাদান—পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলিই শীতের ত্বকচর্চার মূল অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, এই দুইয়ের মধ্যে কোনটি ত্বকের জন্য বেশি উপকারী?

দু’টির কাজের ধরন আলাদা

পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন—দু’টিই ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে ঠিকই, কিন্তু তাদের কাজের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।

পেট্রোলিয়াম জেলি মূলত ত্বকের উপর একটি আবরণ তৈরি করে। এই আবরণ ত্বকের ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না। এক কথায় বলা যায়, এটি ত্বকের পানিকে ‘লক’ করে রাখে। গবেষণা অনুযায়ী, এই জেলি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত কার্যকর।

অন্য দিকে গ্লিসারিন কাজ করে সম্পূর্ণ উল্টো পথে। এটি পরিবেশের বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে ত্বকের ভেতরে টেনে আনে। বিশেষত সামান্য ভেজা ত্বকে গ্লিসারিন লাগালে এটি আরও ভালোভাবে কাজ করে। ত্বকের গভীরে পানির ঘাটতি পূরণ করাই এর মূল ভূমিকা।

অর্থাৎ, পেট্রোলিয়াম জেলি ত্বকের ভেতরের পানিকে বেরোতে বাধা দেয়, আর গ্লিসারিন বাইরে থেকে পানি এনে ত্বককে হাইড্রেট করে।

কোন ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?

সব ধরনের ত্বকের জন্য একই উপাদান সমান কার্যকর নয়। ত্বকের ধরন অনুযায়ী পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন বেছে নেওয়াই সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত।

পেট্রোলিয়াম জেলি কাদের জন্য ভালো?

এই জেলি লাগালে ত্বকে একটু ভারী ও আঠালো অনুভূতি হয়। তাই যাদের ত্বক অত্যন্ত শুষ্ক, খসখসে বা ছাল ওঠা ধরনের, তাদের জন্য এটি সবচেয়ে উপযোগী। ফাটা ঠোঁট, রুক্ষ কনুই, গোড়ালি বা হাত-পায়ের চরম শুষ্কতার ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলির বিকল্প খুব কমই আছে। এমনকি একজিমার মতো ত্বকের সমস্যাতেও এটি নিরাপদ ও কার্যকর হিসেবে পরিচিত।

গ্লিসারিন কাদের জন্য উপকারী?

গ্লিসারিন তুলনামূলকভাবে হালকা ও তেলতেলে ভাবহীন। সাধারণ থেকে মাঝারি শুষ্ক ত্বকের জন্য এটি বেশ ভালো কাজ করে। যাদের ত্বক ব্রণপ্রবণ বা অতিরিক্ত তেলতেলে, তাদের জন্য পেট্রোলিয়াম জেলির চেয়ে গ্লিসারিন অনেক বেশি নিরাপদ। তবে খুব বেশি শুষ্ক পরিবেশে শুধু গ্লিসারিন ব্যবহার করলে উল্টো ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে নিয়ে ক্ষতিও হতে পারে।

শীতে সবচেয়ে কার্যকর সমাধান কী?

বিশেষজ্ঞদের মতে, শীতকালে খুব শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো ফল পাওয়া যায় পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন—দু’টির যৌথ ব্যবহারে। প্রথমে ত্বকে অল্প গ্লিসারিন লাগিয়ে নেয়া যেতে পারে, এরপর তার উপর হালকা করে পেট্রোলিয়াম জেলি মাখলে তা ত্বকের আর্দ্রতাকে দীর্ঘ সময় ধরে আটকে রাখতে সাহায্য করে। এতে ত্বক যেমন ভেতর থেকে আর্দ্র হয়, তেমনি বাইরে থেকেও সেই আর্দ্রতা নষ্ট হয় না।

শেয়ার করুন