ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এক দফা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)। এ কর্মসূচির আহ্বান জানায় তিন পদধারীদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর হয়নি নতুন নিয়োগবিধি, ফলে কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মাঠপর্যায়ের কর্মীদের।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক সুহেল রানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক খুশবুল জান্নাত শুভ, ইব্রাহিম খলিল, কামরুল হাসান,শফিক মাহমুদ, পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আরেফিন, রিনা আক্তার, পরিবার কল্যান পরিদর্শিকা সোনিয়া আনসারী, শিরিনা নাসরিন প্রমুখ।





