বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাক, ভারত এটা চায় না। তাই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের খুশি করতে দীপু মনিকে শিক্ষামন্ত্রী বানায়। দীপু মনির সময়ে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিলে অটোপাশ, আর একটু লিখলে দিত জিপিএ-৫।”
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছে যাতে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে না পারে। বিএনপির শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে দেশকে নকলমুক্ত করা হয়েছিল। নকল একটি জাতিকে ধ্বংস করে দেয়।”
দুলু আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় ঘোষণা দিয়েছেন—দল ক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ ও গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীসহ নাটোরের সব শ্রেণিপেশার মানুষের কাছে দোয়া চান। দুলু বলেন, “গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তিনি জাতির ঐক্যের প্রতীক।”
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা ছাত্রদল ও যুবদলের নেতারা, শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।





