( ছবি সংগৃহীত )
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন। খালেদা জিয়াকে বারবার কারাগারে নেওয়া হয়েছে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদদপুষ্ট হাসিনা সরকার। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। বেগম খালেদা জিয়া যেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে যেতে পারেন।”
শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার অগ্রসেনানী। হাসিনা, আওয়ামী লীগ ও ভারতীয় চক্রান্তের পরেও তিনি দেশ ছাড়েননি। রাখে আল্লাহ মারে কে? আজ হাসিনা পলাতক; দেশে তার নাম নেওয়ার মানুষও নেই।”
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকারের কাজ ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা বিদেশিদের খুশি করতে বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। চাঁদাবাজির দোহাই দিয়ে বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না—এটা জনগণ মেনে নেবে না।”
সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকারের উপদেষ্টারা কি কমিশন বাণিজ্য করছেন না? তারা কি দুর্নীতি করছেন না? তলে তলে সবই করছেন। বিভিন্নভাবে তাদের কমিশন বাণিজ্যের খবর আমরা পাচ্ছি। আগামীতে যে সরকারই আসুক, এসব উপদেষ্টার দুর্নীতির তদন্ত হবে।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আগামীতে যে দলই সরকার গঠন করুক, লুটপাট ও দুর্নীতির সুযোগ আর দেওয়া হবে না।”
এর আগে শনিবার সন্ধ্যায় জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ করেন রাশেদ খান। এ সময় জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী ও পেশাজীবী অধিকার পরিষদের জেলা সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।





