তার রূপের ছটায় মুগ্ধ হন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনুরাগীর সংখ্যাও কম নয়। এবার সেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানি মৌলভি মুফতি আবদুল কাভি। শুধু ইচ্ছাপ্রকাশই নয়, সঙ্গে বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মুফতি কাভি জানান, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদ হলে তিনি নাকি তাকে বিয়ে করতে চান। অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্কের সমস্যাগুলো নিয়েও তিনি নাকি অবগত।
পডকাস্টে তিনি বলেন, ‘তাদের যদি বিচ্ছেদ হয়, তাহলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি চাই না তাদের বিচ্ছেদ ঘটুক। কিন্তু যদি এমন কিছু ঘটে, নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
এরপর পডকাস্টার প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? উত্তরে আবদুল কাভি জানান, ‘ঐশ্বরিয়াকে ইসলাম গ্রহণ করিয়ে তার নাম রাখব আয়েশা। এরপরই বিয়ে করব। ঐশ্বরিয়ার মতো সুন্দরী যদি নিজের নাম লেখেন আয়েশা রাই—এটা দেখে আমার খুবই ভালো লাগবে।’
মুফতি কাভি এর আগেও বিতর্কিত মন্তব্যে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্যের আগে তিনি রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক দাবি করেছিলেন—বলেছিলেন, তার উপদেশে নাকি রাখি ধর্ম ও নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা।
এর আগেও রাখিকে বিয়ে করার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এবার ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্য করায় নেটপাড়া সরগরম।
সূত্র : বলিউড লাইফ





