রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) কেন্দ্রের জন্য বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ জানিয়েছেন, দলের সরকার গঠনের সঙ্গে সঙ্গে অবহেলিত চকরাজাপুর ইউনিয়নকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করাও তার প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপির কর্মীরা দীর্ঘ সময় নানা ধরণের প্রতিবন্ধকতা, দমন-পীড়ন ও মামলা-মামলার সত্ত্বেও জনমঞ্চে থেকে পরিবর্তনের যাত্রা চালিয়ে যাচ্ছেন। তাই আজকের দিনে দেশের মানুষ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রত্যাশা করছেন এবং বিএনপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদলের নেতা সাগর শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন এবং স্থানীয় নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, মখলেচুর রহমান, সুরুজ্জামান, আবদুস সালাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা খামারু ও সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ।





