বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ফায়ার সার্ভিস গাড়ি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক জাহিদ আহমেদ (৩৮) কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা ফায়ার স্টেশনের পাশে তার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহিদ ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছিলেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।

নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। প্রায় সাড়ে সাত বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে গাড়িচালক পদে কর্মরত ছিলেন। দুই বছর ধরে স্ত্রী ও সন্তান নিয়ে নাগেশ্বরীতে ভাড়া বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি অফিস থেকে বাসায় ফেরার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাড়ির মালিক শামসুল হক জানিয়েছেন, সকালে জাহিদের স্ত্রী ছয় বছরের মেয়েকে নিয়ে স্কুলে যান। এরপর জাহিদও ডিউটিতে যান। দুপুরে স্ত্রী সন্তানকে নিয়ে ফিরে দেখেন জাহিদ কক্ষে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

জাহিদের স্ত্রী পুলিশকে জানান, অনলাইন জুয়ার কারণে জাহিদ প্রায় ১০–১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। সম্ভবত এই হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা) এনামুল হক বলেন, “গাড়িচালক জাহিদ ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। অনলাইন জুয়ার বিষয়টি আমার জানা নেই।”

শেয়ার করুন