বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে রাজধানীর গ্রীনরোড পানি ভবনে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার,রূপগঞ্জ, সোনারগাঁও,বন্ধর ও সদর উপজেলার নদী ও পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন আমরা নারায়ণগঞ্জের সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখিত বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম মাজহারুল হক কাইজার, সভাপতি মোঃ মোক্তার হেসাইন,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।





