বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধনে আর কোনো সময়সীমা নেই: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে আগে যে নির্ধারিত সময়সীমা ছিল, তা আর প্রযোজ্য হবে না।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আখতার আহমেদ বলেন, “আমরা ১৮ নভেম্বর আউট অব কন্ট্রি ভোটিং (ওভিসি) কার্যক্রম শুরু করার পর আটটি রিজিয়নে ভাগ করে পাঁচ দিন করে সময় দিয়ে নিবন্ধন প্রক্রিয়া চালু রেখেছিলাম। এখন এটি সবাই জন্য খোলা হচ্ছে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কেউ যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। পূর্বে যে পাঁচ দিনের সীমাবদ্ধতা এবং আটটি রিজিয়ন ভাগ ছিল, তা আর প্রযোজ্য হবে না।”

তিনি আরও বলেন, “আজ রাত ১২টার পর থেকে নিবন্ধন প্রক্রিয়াটি সবার জন্য উন্মুক্ত হবে। যে যেখানে থাকবেন, সেখানে থেকে সুবিধামতো নিবন্ধন করতে পারবেন। পূর্বের যে সীমাবদ্ধতা ছিল, তা আর থাকবে না।”

ইসি সচিব জানান, কিছু সামান্য ত্রুটি লক্ষ্য করা গেছে। যেমন ঠিকানার কাঠামো যেভাবে স্ট্রাকচার করা হয়েছিল, কিছু জায়গায় ওটিপি ঠিকমতো যাচ্ছিল না। “যখনই আমরা এই সমস্যাগুলো জানতে পারি, তা সমাধান করব। এই নিবন্ধন প্রক্রিয়াটি খোলার কারণে কিছু হিকাপ দেখা দিতে পারে, যা আমরা অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান করব। কোন হিকাপ কতটুকু হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”

তিনি জানান, প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ১৮ ডিসেম্বর পর্যন্তই থাকবে।

ইসি সচিব মক ভোটিং সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, “শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মক ভোটিং রিহার্সাল করব। যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, তাই আমাদের অভিজ্ঞতাটি যাচাই করতে হবে। এতে আমরা বুঝতে পারব কেন্দ্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন হবে কি না, কক্ষের সংখ্যা কতটুকু প্রয়োজন হবে এবং কতটুকু এডজাস্টমেন্ট লাগবে।”

তিনি আরও বলেন, “যখনই দায়িত্ব আসে, তখন মানসিক প্রস্তুতি থাকা স্বাভাবিক। আমাদের অবশ্যই প্রস্তুতি ছিল এবং তা থাকা উচিত।”

শেয়ার করুন