বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের আন্দোলন

অপু দাস ( স্টাফ রিপোর্টার ):
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার তীব্র বিক্ষোভ ও দফায় দফায় সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। সময়সূচি পুনর্নির্ধারণের দাবিতে তারা রাজশাহী–নাটোর মহাসড়কে অবস্থান নেওয়ায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে রাবির মেইন গেট এলাকায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে প্রথম দফায় মহাসড়ক অবরোধ করে। প্রায় ২০ মিনিটের এই অবরোধে দুই দিক থেকেই যানবাহন আটকে যায়। পরে ৩টা ৩৫ মিনিটে তারা মূল সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন।

কিন্তু আন্দোলন থেমে থাকেনি। বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা আবারো মহাসড়কে নেমে দ্বিতীয় দফায় অবরোধ শুরু করেন। প্রায় ২০ মিনিট এ অবরোধ চলতে থাকে, ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবশেষে বিকেল ৪টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে রাবির মেইন গেটের সামনে ফিরে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার নির্ধারিত সময় তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চাপ, সেশনজট এবং বিভিন্ন  সমস্যার কারণে অনেকেই সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না বলে দাবি তাদের।
বিক্ষোভকারীরা জানান, পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করা হলে তারা অধিক প্রস্তুতি নিয়ে ভালোভাবে অংশগ্রহণ করতে পারবেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন তারা।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবে বলেই প্রত্যাশা করছেন তারা।
শেয়ার করুন